
স্বাধীন দেশে মানুষ এখনো মৌলিক অধিকার পায়নি –
ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন -মহানগরী সেক্রেটারী
স্বাধীনতার ৫৩ বছর পরেও এদেশের মানুষ তার মৌলিক অধিকার ফিরে পায়নি। বিভিন্ন দল দফা ও আশ্বাস ঘোষণা করলেও স্বাধীনতার আসল স্বাদ পায়নি। জুলাই বিপ্লব এর পর মানুষ আশায় বুক বেঁধেছে কোনো বিভেদ নয় এদেশের জনগণ তার আসল স্বাধীনতা অর্জন করতে চায়। বিভিন্ন সময় সমাজতন্ত্র ,পুঁজিবাদ তন্ত্র পৃথিবীব্যাপী শান্তি দিতে পারেনি।
মানুষের মনগড়া কোনো মতবাদ পৃথিবীকে শান্তি দিতে পারেনি। একমাত্র ইসলাম ই সকল প্রকার শান্তি সৃষ্টির নিয়ামক। আল্লাহর দেয়া মতবাদ ই মানুষকে সকল ক্ষেত্রে মুক্তি দিতে পারে আর সেই মহান ঐশী গ্রন্থই একমাত্র মুক্তির সনদ , বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই কোরানের রাজ্ কায়েমের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ ২৪ জানুয়ারী সকাল ৮.০০ ঘটিকায় স্থানীয় এক মিলনায়তন এ বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ উত্তর থানার আমীর জনাব মুহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত কর্মী সামবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রধান অতিথি ৭ ফেব্রুয়ারী আয়োজিত জনসভা সফল করতে সকলের প্রতি আহবান জানান।
থানা সেক্রেটারী মুহাম্মদ আব্দুর রহিম এর উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্যে এইচ এম নাসির উদ্দিন ,মহানগর সহকারী সেক্রেটারি বলেন ,ফ্যাসিবাদের পতনের পর নতুন দেশে স্বাধীনতার আসল স্বাদ অর্জনে কোরানের আইন প্রতিষ্ঠায় জামায়াত কাজ করে যাচ্ছে ,শাহাদাতের সিঁড়ি বেয়েই এদেশে ইসলাম কায়েম হবে। কর্মী সমাবেশে পবিত্র কোরান থেকে দারস পেশ করেন সাইফুদ্দিন শিকদার। এছাড়া ,কর্মী সমাবেশ এ আরো উপস্থিত ছিলেন ,থানার কর্মপরিষদ সদস্য মুস্তাফা মাইনুল হক , মুহাম্মদ ইবরাহীম , খোরশেদ আলম , আশরাফুল ইসলাম টিটু , তরিকুল ইসলাম ,মনির হোসাইন সহ প্রমুখ।
মোহাম্মদ মহসীন
যাত্ৰা বাড়ি প্রতিনিধি