শরীয়তপুরের নড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেলি , কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে পৌর যুবদলের উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য রেলী বের করা হয়। রেলীটি শহরের মেইন সড়ক প্রদক্ষিন করে পুনরায় বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। পরে আনন্দমুখর পরিবেশে কেক কাটা ও মিষ্টি বিতরন করা হয়।
নড়িয়া পৌরসভা যুবদলের সভাপতি নুর জামাল শেখের সভাপতিত্বে ও সেক্রেটারী আবুল বাশার সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সম্পাদক মন্তাজ উদ্দিন হাওলাদার, উপজেলা বিএনপির সহ সভাপতি শহীদুল ইসলাম তারা, সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মেদ রয়েল, পৌরসভা বিএনপির সহ সভাপতি সালাউদ্দিন ছৈয়াল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক বিএম আজিজুল হাকিম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নোমান চোকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ খান, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী শেখ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান মাদবর, কলেজ শাখা ছাত্রদল নেতা মোঃ সোহেল তাজ প্রমুখ।
রাব্বি ছৈয়াল শরিয়তপুর প্রতিনিধি