মিছিলের নেতৃত্ব দেন চামটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও নড়িয়া উপজেলা ছাত্রদললর দপ্তর সম্পাদক- এস.এম.কাওসার মাহমুদ।
বিক্ষোভ মিছিল শেষে সমাপনী বক্তব্যে বক্তারা বলেন….. জেলা বি.এন.পির সভাপতি ও নড়িয়া–সখিপুরের কর্নধার আলহাজ্ব সফিকুর রহমান কিরন ভাইয়ের সকল নির্দেশনা মেনে চামটা ইউনিয়নে ন্যায়বিচার প্রতিষ্ঠা ,সমাজে শান্তি প্রতিষ্ঠা ফ্যাসিবাদ মোকাবিলা সহ সকল ধরনের অন্যায়,অনিয়ম ও দূর্নীতি প্রতিরোধে চামটা ইউনিয়ন ছাত্রদল ঐক্যবদ্ধ ভাবে মাঠে থাকবে।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সহ-সভাপতি,কারণ ছৈয়াল।সহ-সভাপতি ,সামিউল খান। যুগ্ম সাধারণ সম্পাদক,রান্না ছৈয়াল সহ ছাত্রদলের সৈয়দ অর্নব,আদিল বেপারী,পারভেজ বেপারী,সাইমুন রাড়ি,ইমন মল্লিক,জাকির তালুকদার ,লিওন হাওলাদার ,মিজানুর রহমান,সৈকত হওলাদার,প্রমুখ।