
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র তৃণমুল পর্যায়ের সাংগঠনিক কাঠামো গতিশীল করার লক্ষ্যে শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) বিকাল ৪টায় শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের মাঠে চামটা ইউনিয়ন বিএনপি’র আয়োজনে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
চামটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাসেম কানন এর সভাপতিত্বে ও চামটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন বেপারী’র সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, জাতীয় নির্বাহী কমিটি অন্যতম সদস্য ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান কিরণ।
কর্মী সভাকে কেন্দ্র করে নেতাকর্মীরা মিছিল সহকারে সভাস্থলে আসতে শুরু করেন। লোকে লোকারণ্য হয়ে উঠে সভাস্থল। এসময় বলেন, কিরণ ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই , কিরণ ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’ শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।
শফিকুর রহমান কিরণ বলেন, চামটা ইউনিয়নকে জাতীয়তাবাদী চেতনার শক্তিশালী ঘাঁটি হিসেবে গড়ে তুলতে হবে। দলীয় ঐক্য বজায় রেখে প্রতিটি নেতাকর্মীকে সংগঠনের জন্য নিবেদিত হয়ে কাজ করতে হবে। বিএনপি গণমানুষের দল, আর জনগণই আমাদের মূল শক্তি।
তিনি আরও বলেন, মাদক, চাঁদাবাজি ও জমি দখলকারীদের বিষয়ে বিএনপি কোনো ধরনের ছাড় দেবে না। মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের দলের ভেতরে কোনো জায়গা নেই। সবাইকে এসব অপকর্ম থেকে দূরে থেকে সংগঠনের সুনাম ধরে রাখতে হবে।
এ সময় বিভিন্ন নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন , গত ১৭ বছরে আমরা কথা বলতে পারি নাই। হত্যা গুম ও বিভিন্ন ধরনের মামলা দিয়ে গ্রেফতার করে আমাদের উপর অমানবিক নির্যাতন করা হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
আমরা এখন স্বাধীন দেশে বসবাস করছি। বিএনপি’র প্রতিষ্ঠাতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা সহ তারেক রহমানের জন্য সকল স্তরের নেতাকর্মীদের কাছে দোয়া চেয়ে তাদের বক্তব্য শেষ করেন।
এ সভায় উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সামসুল আলম দাদন মুন্সী, সাধারন সম্পাদক রয়েল আহমেদ, শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ ফরিদ হোসেন, নড়িয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাস্টার শাহিন হাওলাদার, শরীয়তপুর জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান, নড়িয়া উপজেলা বিএনপি উপদেষ্টা ও সভাপতি শরীয়তপুর জাতীয়বাদী ফোরাম যুক্তরাজ্যে (ইউকে) শফিকুল ইসলাম তুহিন বেপারী, সহ-সভাপতি শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্য (ইউএসএ) আউয়াল বেপারী, নড়িয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি খান মোঃ নেছার উদ্দিন, নড়িয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি নওশাদ সরদার, চামটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোক্তার হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক নড়িয়া উপজেলা বিএনপি আবুল কাশেম বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক নড়িয়া উপজেলা বিএনপির জুয়েল ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নড়িয়া উপজেলা বিএনপি লিটন মৃধা,
আরো উপস্থিত ছিলেন,নড়িয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মনির মাহমুদ ভূইয়া, নড়িয়া উপজেলা যুবদলের সভাপতি ফজলুল ওয়াহেদ খান নিক্সন, নড়িয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরীফ ওহেদুজ্জামান উজ্জল, নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বি এম আজিজুল হাকিম, নড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নোমান চোকদার, চামটা ইউনিয়ন বি এন পির আলি আহমদ খান, আবদুর রহিম মাঝি ও আল আমিন বেপারী, সাত্তার সিকদার, বারেক খাকি, নড়িয়া উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জসিম বেপারী, চামটা ইউনিয়ন যুবদলের, শাহীন রাড়ী, আমিনুল ইসলাম মকদম, সাইফুল ইসলাম, আব্দুস সালাম ছৈয়াল, ইমরান খান, সামছুল হক ঢালী,রুবেল মাঝী, স্বেচ্ছাসেবক দলের চামটা ইউনিয়ন আহবায়ক তুহিন ছৈয়াল, সদস্য সচিব শামীম বেপারী, মিজানুর রহমান মুহিত, ছাত্রদল চামটা ইউনিয়ন সভাপতি কাউছার মাহমুদ সহ আরো অনেকে।
এছাড়াও চামটা ইউনিয়ন বি এন পি ও সহযোগী সংগঠনের যে সকল প্রবাসী ভাইয়েরা সার্বিক সহযোগীতায় ছিলেন তারা হলেন হাবিবুর রহমান মোল্লা , আজিজ মোল্লা, সুমন সিকদার, সোহাগ হোসেন ঢালি, হাসেম ঢালি, জুয়েল বেপারী, সুমন হাওলাদার, সৈয়দ সুমন, অপন মীর, শফিকুল ইসলাম তুহিন বেপারী, ইন্জি বি এম নুরুল আমিন প্রমুখ।
রাব্বি ছৈয়াল
শরিয়তপুর জেলা প্রতিনিধি