ছবি: সংগৃহীত
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া। গতকাল শুক্রবার তারা জানায়, অবরুদ্ধ গাজা উপত্যকায় বেসামরিকদের উপর ইসরায়েলের ক্রমবর্ধমান বর্বরতার প্রতিবাদে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ঘোষণায় দেশটি ইসরায়েলি সরকারকে ‘ফ্যাসিবাদী এবং গণহত্যাকারী’ বলে অভিহিত করেছে। এর আগে গাজা যুদ্ধের এক বছর পূর্তিতে ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়ে একটি প্রস্তাব পাস করে দেশটির কংগ্রেস।
তবে আগে থেকেই নিকারাগুয়ান রাজধানী মানাগুয়াতে ইসরায়েলের কোনো আবাসিক রাষ্ট্রদূত নেই এবং দুই দেশের মধ্যে সম্পর্ক প্রায় অস্তিত্বহীন।
গত বছরের ৭ অক্টোবর গাজায় হামলার পরপরই ইসরায়েলের সঙ্গে ক‚টনৈতিক সম্পর্ক ছিন্ন করে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। সেসময় কলম্বিয়া, চিলি ও হন্ডুরাসসহ দক্ষিণ আমেরিকার আরও কয়েকটি দেশ ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নিয়েছিল। পরে গাজায় হামলার কারণে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় কলম্বিয়াও।
কলেক্টেড